ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ১২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৯

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের রিবেইরাও প্রেতো শহরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির দমকল বাহিনী ও স্থানীয় গণমাধ্যম। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্রমণ করছিলেন, যা ইউনিফ্রান নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ভুক্তভোগীদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

রাজ্যের দমকল বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, দুর্ঘটনার পর মোট ৩১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১২ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং সড়ক নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সূত্র: রয়টার্স