বঙ্গোপসাগরে ৫.১ মাত্রার ভূমিকম্প, কলকাতায় কম্পন অনুভূত প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ বঙ্গোপসাগরের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ওডিশাতেও। কলকাতায় ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশের কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়। কলকাতার বাসিন্দা সুষ্মিতা দেব জানান, ভূমিকম্পের সময় তিনি মাত্র ঘুম থেকে উঠছিলেন, তখন হঠাৎ চারপাশ কাঁপতে শুরু করে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে উল্লেখ করেন তিনি। কলকাতা সিসমিক জোন ৪-এ অবস্থিত, যা উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। ভারতে চারটি সিসমিক জোন রয়েছে- জোন ৫ সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ, জোন ২ সবচেয়ে কম। দেশের প্রায় ১১শতাংশ এলাকা জোন ৫, ১৮ শতাংশ জোন ৪, ৩০ শতাংশ জোন ৩, এবং বাকিটা জোন ২-এর অন্তর্ভুক্ত। তবে সবচে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রাজধানী দিল্লি।দিল্লির চারপাশে দুর্বল ভূতাত্ত্বিক ফাটল থাকায় শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। SHARES আন্তর্জাতিক বিষয়: কেন্দ্রবঙ্গোপসাগর