১৮ বছর আগে চাকরিচ্যুত নির্বাচন কর্মকর্তাদের পুনর্বহালের আদেশ প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১৮ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। এর আগে গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আপিল ও পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের ওপর ২৫ ফেব্রুয়ারি রায়ের জন্য তারিখ ধার্য করেছিলেন আপিল বিভাগ। পৃথক আবেদনের শুনানি শেষে ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের এই তারিখ ধার্য করেন। ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। পরে এ নিয়োগ নিয়ে বির্তক হলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুতরা মামলা করলে ২৩ মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। পরে তারা আপিল করলে ২০১০ সালের ১২ এপ্রিল প্রাশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। সরকারপক্ষের করা আপিল মঞ্জুর করে ২০২২ সালের ১ সেপ্টেম্বর ৮৫ জনের চাকরি পুনর্বহালের রায় বাতিল করা হয়। এর পর ২০২৩ সালে পৃথক ৫টি আবেদনে আপিল বিভাগে রায়ের পুর্নবিবেচনার আবেদন করেন চাকরিচ্যুতরা। SHARES আইন আদালত বিষয়: নেতৃত্বাধীনপুনর্বহালেরবিচারপতির