ইব্রাহিমের ইতিহাস গড়া সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ আফগানিস্তানের

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

ইংল্যান্ডের সর্বশেষ ম্যাচে দলটির হয়ে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন বেন ডাকেট। যা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ড স্থায়ী হলো মাত্র তিনদিন। ডাকেটকে সাক্ষী রেখেই আজ ১৭৭ রানের ইনিংস খেললেন ইব্রাহিম জাদরান। তাতে নিজেদের ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এটি তাদের দলীয় সংগ্রহের রেকর্ড।লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন ইব্রাহিম। তাছাড়া ২৪ বলে ৪০ রান করেছেন মোহাম্মদ নবি।