পাকিস্তানের বিপক্ষে সুন্দর শেষ নাকি আরেকটা হতাশার স্ক্রিপ্ট

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ওপরের আকাশে এখন পর্যন্ত মেঘের ঘনঘটা। বাংলাদেশ ক্রিকেটের আকাশে যে মেঘ জমেছে, সেটার সঙ্গে এর তুলনা চলতে পারে কি না, সেটা ভিন্ন এক বিষয়। তবে রাওয়ালপিন্ডি শহরের আকাশের মতো বাংলাদেশ ক্রিকেটের অবস্থাও ভালো নেই সেটা একবাক্যে মেনে নেবেন সকলেই। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচের আগে বাংলাদেশের সামনে নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জ।

আগের দুই ম্যাচেই প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের কোনো পর্যায়েই প্রতিপক্ষের ওপর খুব বেশি চেপে বসা হয়নি নাজমুল শান্তর দলের। পাকিস্তানের অবস্থাও প্রায় একই। বলতে গেলে, টুর্নামেন্টে সবচেয়ে বাজে সময় পার করা দুই দলের দেখা হচ্ছে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

আইসিসি ইভেন্টগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই মানেই অনেকটা একপেশে ম্যাচ। আইসিসি ইভেন্টে ১৯৯৯ সালের সেই ঐতিহাসিক ম্যাচের পর আর কখনোই ম্যান ইন গ্রিনদের হারাতে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেই সবার আগে নিজেদের বিদায় নিশ্চিত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায় নিশ্চিতের পর নিয়মরক্ষার ম্যাচ। দুই দলের কারোরই প্রাপ্তি বা হারানোর খাতায় নতুন কোনো গল্প যোগ করার সম্ভাবনা নেই। তবে কোনো ম্যাচ না জেতা কিংবা কোনো পয়েন্ট ছাড়া বিদায়ের লজ্জা থেকে মুক্তি পেতে মরিয়া বাংলাদেশ-পাকিস্তান দুই দলই।