আফগানিস্তানে স্কুল শিক্ষার্থীদের নতুন পোশাক নির্ধারণ প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ স্কুল শিক্ষার্থীদের জন্য নতুন পোশাক নির্ধারণ করেছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান সরকার। তারা স্কুলগুলোর জন্য ইস্যু করা এক নোটিশে জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে শিক্ষার্থীদের নতুন পোশাক পরতে হবে। ওইদিন থেকে দেশটিতে সৌর নতুন বছর ১৪০৪ শুরু হবে। এতে বলা হয়েছে, প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পরতে হবে নীল রঙের শার্ট ও প্যান্ট। সঙ্গে থাকতে হবে সাদা টুপি। অপরদিকে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাদা জামা ও প্যান্ট পরতে হবে। একইসঙ্গে মাথায় দিতে হবে সাদা টুপি ও টারবান। নতুন এ নির্দেশনায় মেয়ে শিক্ষার্থী ও শিক্ষিকাদের পোশাকের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। যদিও দেশটির স্কুলগামী মেয়েদের কালো পোশাক পরতে হয়। এছাড়া ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফপ্যান্ট উল্লেখ না করে সরাসরি প্যান্ট পরার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে এই নির্দেশনা প্রকাশের পর তালেবান সরকার বিরোধীরা এটির সমালোচনা করেছেন। তারা বলছেন, সিলেবাস ও পোশাক পরিবর্তন করে তালেবান পুরো শিক্ষা ব্যবস্থাকে `তালেবানে পরিণত’ করেছে। তারা বলছেন, তালেবান তাদের ধ্যান-জ্ঞানকে এখন আফগান তরুণদের মাঝে ঢোকানোর চেষ্টা করছে। তাদের নতুন এ নির্দেশনা আফগান শিক্ষা ব্যবস্থার ওপর আগামী কয়েক বছরে কেমন প্রভাব ফেলবে এখন সেটিই দেখার বিষয়। SHARES আন্তর্জাতিক বিষয়: আফগানিস্তানেরতালেবানসঙ্গে