ট্রাম্প ও জেলেনস্কির বিবাদে অরক্ষিত হয়েছে ইউক্রেইন প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫ ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওভাল দপ্তরের বৈঠক বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেইন উন্মুক্ত হয়ে পড়ল বলে ধারণা পর্যবেক্ষকদের। শুক্রবারের ওই বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কি গণমাধ্যমের সামনেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে নজিরবিহীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। রয়টার্স লিখেছে, জেলেনস্কি এই বৈঠককে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বোঝানোর সুযোগ হিসেবে দেখেছিলেন। পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তীব্র ভাষায় জেলেনস্কির সমালোচনা করে বলেন, তিনি অশ্রদ্ধা দেখিয়েছেন। এতে ইউক্রেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধকালীন মিত্রের সঙ্গে সম্পর্ক আরও তলানিতে নেমে যায়। এক মার্কিন কর্মকর্তা জানান, ইউক্রেইনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউজ থেকে চলে যেতে বলা হয়। হোয়াইট হাউজের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আলোচনা শেষ হওয়ার পর ট্রাম্প তার দুই শীর্ষ সহযোগীকে জেলেনস্কিকে তার প্রতিনিধিদের নিয়ে হোয়াইট হাউজ থেকে চলে যেতে বলতে বলেন। ওই সময় হোয়াইট হাউসের পরিচারকরা ইউক্রেইনের প্রতিনিধিদের জন্য দুপুরের খাবার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইউক্রেইনীয়রা আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক ছিলেন, কিন্তু তাদের চলে যেতে বলা হয়। ইউক্রেইনের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ যৌথভাবে নিষ্কাশন ও ব্যবহার করার জন্য দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হওয়ার কথা ছিল। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ফের ভালো হবে বলে আশা করেছিল ইউক্রেইন ও তার ইউরোপী মিত্ররা। কিন্তু চুক্তিটি হয়নি আর এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: তীব্রবিপর্যয়েরযুক্তরাষ্ট্রকে