আপিলের পর শাস্তি কমলো মরিনহোর

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

ইস্তানবুল ডার্বিতে গ্যালাতাসারাইয়ের মাঠে ম্যাচ শেষে তুর্কি রেফারিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফেনারবাচে কোচ হোসে মরিনহো। এই অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। ক্লাবের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করায় সুখবরও পেয়েছেন পর্তুগিজ এই কোচ। তার শাস্তি অর্ধেকে নামিয়ে দিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন।

বিতর্কিত মন্তব্যের জেরে শুধু শাস্তির নিষেধাজ্ঞাই নয়। জরিমানাও করা হয় তাকে। ৬২ বছর বয়সীকে জরিমানা করা হয় ১.৬ মিলিয়ন তুর্কি লিরা। সেই জরিমানার অঙ্কও কমিয়ে দেওয়া হয়েছে। এর পরিমাণ এখন ৫ লাখ ৫৮ হাজার তুর্কি লিরা।

তুর্কি ফেডারেশনের বিবৃতি অনুযায়ী তুর্কি রেফারির প্রতি অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য এবং স্থানীয় ফুটবলে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে মরিনহোকে এই শাস্তি দেওয়া হয়েছে।

অবশ্য এই ঘটনার শুরু থেকেই মরিনহোকে সমর্থন দিয়ে যাচ্ছে ফেনারবাচে। তাদের বিবৃতি অনুযায়ী মরিনহোর মন্তব্যগুলোকে ‘ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে এবং বিভ্রান্তিকরভাবে বিকৃত করা হয়েছে।’ ওই ঘটনার পর তারা উল্টো গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে মামলাও করেছে।

তুর্কি রেফারিদের নিয়ে মন্তব্য করার অপরাধে সাবেক চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম কোচকে এর আগেও জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হয়েছে।