রোজার প্রথম দিনে লেবু, শশা ও বেগুনের দামে আগুন প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ ইফতারে সরবতের প্রধান পণ্য লেবু রমজানের প্রথম দিনে বিক্রি হচ্ছে হালিপ্রতি সর্বোচ্চ ১২০ টাকা এবং সর্বনিম্ন হালিপ্রতি ৫০ টাকা। রোজার প্রথম দিনে বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১৩০ টাকা কেজি। এ ছাড়া শশার কেজি ৬০ থেকে ১০০ টাকা। রোববার (২ মার্চ) রাজধানীর কারওয়ানবাজার, বিজয়স্মরণির কলমিলতা বাজার, শেওড়াপাড়ার কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, রাজধানীর শেওড়াপাড়া এলাকায়, লেবু ৫০ থেকে ১২০ টাকা হালি, শশা ৬০ থেকে ৮০ টাকা কেজি, খিড়া ৬০ টাকা কেজি, বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজি, গাজর ৪০ টাকা কেজি, টমেটো ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইব্রাহিমপুর এলাকায় ফুটপাতে ভ্যানে করে ইফতারের প্রয়োজনীয় সবজি লেবু ও শশা জাতীয় পণ্য বিক্রি করছিলেন হাকিম মিয়া। তিনি জানান, বড় সাইজের লেবুর হালি ১২০ টাকা, মাঝারি সাইজের লেবু ৭০ থেকে ৮০ টাকা, দেশি শশা ৮০ টাকা, হাইব্রিড ৬০ টাকা, টমেটো ৩০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিজয়সরণীর কলমিলতা বাজারে দেখা গেছে, লেবু ৬০ থেকে ৮০ টাকা হালি, শশা ৬০ টাকা, খিড়া ৬০ টাকা কেজি, বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজি, গাজর ৪০ টাকা কেজি, টমেটো ৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বাজারের বিক্রেতা ইয়াছিন হলেন, গত কয়েদিনের তুলনায় শশা, লেবু ও বেগুনের দাম একটু বেড়েছে। শশা ও বেগুনের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যান্য বাজারে বেগুনের প্রাপ্যতা কম হলেও কারওয়ান বাজারে হরেক রকমের বেগুনের দেখা মিলছে। বাজারটিতে বেগুন সর্বোচ্চ ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ৮০ টাকা, গোলাকার ও বড় সাইজের লম্বাটে বেগুন ১৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর এই বাজারে শশা ৮০ থেকে ১০০ টাকা ও লেবু ৬০ থেকে ১২০ টাকা হালিতে বিক্রি হতে দেখা গেছে। SHARES জাতীয় বিষয়: কলমিলতাসর্বোচ্চহালিপ্রতি