বরুণকে নিয়ে যে সমস্যায় ভারত প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে শেষ দিকে দলে জায়গা হয়েছে বরুণ চক্রবর্তীর। রহস্য এই স্পিনার ভারতের কম্বিনেশনের কারণে প্রথম দুই ম্যাচে জায়গা পাননি। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় গ্রুপের শেষ ম্যাচে তাকে আনা হলে সেখানে নিজের ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই রহস্য স্পিনার। নকআউটের আগে সেটা এখন ভারতের জন্য মধুর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুবাইয়ে তার এমন পারফরম্যান্স ভারতীয় দলকে ভাবতে বাধ্য করছে। বোলিংয়ে নানামুখী বৈচিত্রের কারণে রহস্য স্পিনারের তকমা পেয়েছেন বরুণ। তার ভাণ্ডারে রয়েছে অফব্রেক, লেগ ব্রেক, গুগলি। দিতে পারেন ক্যারম বলও। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে তিনি ছিলেন সিরিজসেরা খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীচন্দ্র জাদেজাদের নিয়ে গড়া স্পিন আক্রমণের বিপরীতে তিনি সাইড বেঞ্চ উষ্ণ করে চলছিলেন। সেমি নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটায় ভারত পেসার হর্ষিত রানাকে বিশ্রাম দিয়ে বরুণকে একাদশে জায়গা দিয়েছে। সেখানে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৪২ রানে একাই নিয়েছেন ৫ উইকেট! তার বোলিংয়ে ভর করেই ৪৪ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে রোহিত শর্মার দল। ম্যাচের পর তাই বরুণকে নিয়ে মধুর সমস্যার কথা জানান অধিনায়ক রোহিত, ‘হ্যাঁ, ওর নিজের মাঝে ব্যতিক্রমী কিছু রয়েছে। এটা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। তাই তাকে দিয়ে আমরা দেখতে চেয়েছিলাম, এই কন্ডিশনে কী করতে পারে। শেষ পর্যন্ত আমরা দেখলাম সে অনেক কিছুই দিতে পারবে।’ গ্রুপ ‘এ’ তে তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয়েই শেষ চারে খেলবে ভারত। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন বরুণের পারফরম্যান্সের পর ওই ম্যাচের স্পিন আক্রমণ কেমন হবে, সেটা নিয়ে কিছুটা সংশয়ে পড়েছেন রোহিত, ‘পরের ম্যাচে কী করবো, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তবে এটা ঠিক, বরুণের ব্যাপারটা ভালো মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বরুণ এদিন নিজের ক্লাস প্রদশর্ন করেছে। সে যদি ঠিকমতো বল করে, তাহলে তাকে পড়তে পারা কঠিন।’ SHARES ক্রিকেট বিষয়: চক্রবর্তীরজায়গাস্পিনারের