রানআউটকে কেন্দ্র করে উত্তেজনার পর শেষ হাসি প্রাইম ব্যাংকের

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই দলের লড়াইয়ে একটি বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে সৃষ্ট হয়েছিল উত্তেজনার। ক্রিকেটারদের হয়েছে বাকবিতণ্ডা। তাতে করে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল খেলা। তবে উত্তেজনা ছাপিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি সমাপ্ত হয়েছে। আর সেখানে শেষ হাসি হেসেছে প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সকে তারা ৩ উইকেটে হারিয়েছে।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। ৪৮.৪ ওভারে দলটি ২১৬ রান সংগ্রহ করে। জবাবে ২৩ রানেই টপ অর্ডার চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে প্রাইম ব্যাংক। এমন পরিস্থিতিতেই ঘটে বিতর্কিত ঘটনা। চার বলে মাত্র চার রান করা ইরফান শুক্কুর রান নিতে গিয়ে আল আমিন জুনিয়রের সরাসরি থ্রোতে রান আউট হন। সেই রান আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। একপক্ষ নিশ্চিত ছিল যে, ব্যাটিং প্রান্তে পৌঁছানোর আগেই শুক্কুর রান আউট হয়েছেন। অন্যপক্ষের দাবি, আউটটি যথেষ্ট পরিষ্কার ছিল না। এই সিদ্ধান্ত ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে, ম্যাচ রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। আম্পায়ারদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ১৫ মিনিট পর পুনরায় শুরু হয় খেলা।

মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনা পেছনে ফেলে পঞ্চম উইকেটে নাজমুল অপু ও শাহাদাত হোসেন দিপু মিলে প্রতিরোধ গড়েন। অপু ২১ বলে ২৬ রান করে আউট হতেই তাদের ৫০ রানের জুটি ভাঙে। এরপর শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে দিপু আরও ৪০ রানের জুটি গড়েন। গুরুত্বপূর্ণ সময়ে ৩৪ বলে ৫৪ রানের জুটি গড়ে আউট হন দিপু। এরপর নাহিদুল রানের খাতা না খুলে আউট হলেও সমস্যায় পড়েনি প্রাইম ব্যাংক। বাকি পথটা শামীম ও খালেদ মিলে অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটিতে সহজেই পাড়ি দেন। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন শামীম। ৮৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। খালেদ থাকেন ২৮ রানে অপরাজিত।

রূপগঞ্জের বোলারদের মধ্যে ফরহাদ হোসেন ও হুসনা হাবিব মেহেদী নেন  দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন এনামুল হক  ও সজিব মিয়া।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আব্দুল মজিদের ৫৩ এবং তানভীর হায়দারের ৪৭ রানের ইনিংসে ভর করে ২১৬ রানের সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ।

দলটিকে অল্প রানে বেঁধে ফেলতে ভূমিকা রাখেন দুই স্পিনার আরাফাত সানি ও নাহিদুল ইসলাম। তারা দুইজনই তিনটি করে উইকেট নিয়েছেন। খালেদ ৪১ রানে নেন দুটি উইকেট।

রূপগঞ্জের বোলারদের মধ্যে ফরহাদ হোসেন ও হুসনা হাবিব মেহেদী নেন  দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন এনামুল হক  ও সজিব মিয়া।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আব্দুল মজিদের ৫৩ এবং তানভীর হায়দারের ৪৭ রানের ইনিংসে ভর করে ২১৬ রানের সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ।

দলটিকে অল্প রানে বেঁধে ফেলতে ভূমিকা রাখেন দুই স্পিনার আরাফাত সানি ও নাহিদুল ইসলাম। তারা দুইজনই তিনটি করে উইকেট নিয়েছেন। খালেদ ৪১ রানে নেন দুটি উইকেট।