ক্রোম ব্রাউজারের যে ১৬ এক্সটেনশন থেকে সাবধান থাকবেন প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ ক্রোম ব্রাউজার থেকে বাড়তি সুবিধা পেতে অনেকেই একাধিক এক্সটেনশন ব্যবহার করে থাকেন। এমন আগ্রহকে কাজে লাগিয়ে ১৬টি এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরিসহ অনুমোদনহীন বিজ্ঞাপন প্রদর্শন ও সার্চ ইঞ্জিন জালিয়াতির মতো কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। আর তাই অনলাইনে নিরাপদ থাকতে এক্সটেনশনগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান গিটল্যাব থ্রেট ইন্টেলিজেন্স। গিটল্যাব থ্রেট ইন্টেলিজেন্সের তথ্যমতে, একদল সাইবার অপরাধী ক্রোম ব্রাউজারের বেশ কয়েকটি এক্সটেনশনের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে অন্তত ৩২ লাখ ক্রোম ব্রাউজার ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। এই এক্সটেনশনগুলোর ক্ষতিকর সংস্করণের মাধ্যমে ব্রাউজার থেকে তথ্য হাতিয়ে নেওয়া, ওয়েব ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীদের অজান্তে বিজ্ঞাপন চালানোর মতো প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে তারা। ঝুঁকিপূর্ণ এই এক্সটেনশনগুলো হলো- ব্লিপশট, ইমোজিস (ইমোজি কি–বোর্ড), কালার চেঞ্জার ফর ইউটিউব, ভিডিও ইফেক্টস ফর ইউটিউব অ্যান্ড অডিও এনহ্যান্সার, থিমস ফর ক্রোম অ্যান্ড ইউটিউব, পিকচার-ইন-পিকচার, মাইক অ্যাডব্লক ফর ক্রোম, সুপার ডার্ক মোড, ইমোজি কি–বোর্ড ইমোজিস ফর ক্রোম, অ্যাডব্লকার ফর ক্রোম (নোঅ্যাডস), অ্যাডব্লক ফর ইউ, অ্যাডব্লক ফর ক্রোম, নিম্বল ক্যাপচার, কে-প্রক্সি, পেজ রিফ্রেশ, উইস্টিয়া ভিডিও ডাউনলোডার ও ডব্লিউএ টুলকিট। গুগল ইতোমধ্যেই এসব এক্সটেনশন ওয়েব স্টোর থেকে সরিয়ে নিয়েছে। তবে যাদের ব্রাউজারে এগুলো এখনো ইনস্টল রয়েছে, তাদের এগুলো নিজ থেকে ডিলিট করতে হবে। একইসঙ্গে কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাসের মাধ্যমে ভাইরাস স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। এক্সটেনশনের মাধ্যমে হ্যাকারদের সাইবার হামলার শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়। তবে সম্প্রতি যেসব এক্সটেনশনের মাধ্যমে সাইবার হামলার ঘটনা ঘটছে, সেগুলো জনপ্রিয় হওয়ায় ঝুঁকি আগের তুলনায় অনেকটা বেড়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া SHARES তথ্য প্রযুক্তি বিষয়: এক্সটেনশনেরসাইবার