নগদ জমা সংরক্ষণের হার কমালো বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার ০.৫০% কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩% হারে সিআরআর রাখতে হবে। মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ মার্চ থেকে ব্যাংকগুলোকে দ্বি সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪% এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৩% নগদ জমা রাখতে হবে। এতদিন দৈনিক ভিত্তিতে ন্যূনতম সাড়ে ৩% নগদ জমা রাখতে হতো ব্যাংকগুলোকে। SHARES অর্থনীতি বিষয়: জমানগদ