যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে চাইলে আমরা প্রস্তুত: চীন প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫ যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে চাইলে চীন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে চীনের ভাষ্য হলো- ‘যদি আমেরিকা সত্যিই ফেন্টানাইল সমস্যা সমাধান করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে সমান আচরণ করা এবং চীনের সঙ্গে আলোচনা করা। যদি আমেরিকা যুদ্ধ চায়, তাহলে সে শুল্ক হোক, বাণিজ্য হোক কিংবা যেকোনো ধরনের যুদ্ধ হোক, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত রয়েছি।’ বুধবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাসের এক্সের (টুইটার) এক পোস্টে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মূলত ফেন্টানাইল ওষুধ ইস্যুতে শুল্ক বাড়ানোর প্রেক্ষাপটে এই হুশিঁয়ারি দেওয়া হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: চীনেরযুক্তরাষ্ট্রের