মসজিদের সীমানা ঘিরে ঈদের পাঞ্জাবির বিকিকিনি

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

পাঁচশো, পাঁচশো, পাঁচশো। লাল পাঁচশো, নীল পাঁচশো, হলুদ পাঁচশো। পাঁচশো, পাঁচশো, পাঁচশো- তালে তালে চলছে মাইকিং। মাঝে মাঝে পথচারী ও অন্য ক্রেতা-বিক্রেতারাও মজার ছলে গলা মেলাচ্ছেন। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন বাজারে এভাবেই বিক্রি হচ্ছে সাশ্রয়ী মূল্যের পাঞ্জাবিসহ পুরুষদের অন্যান্য পোশাক।

ঈদে পরিবারের সবার জন্য নতুন কাপড় কিনে বাড়ি ফিরতে মন চায় সবারই। তবে পরিবারের ঈদ খরচের বাজেটটিও শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হয় লাখ লাখ মানুষকে। তাই ব্র্যান্ড শপগুলোর তুলনায় নির্দিষ্ট বাজেটে সবার জন্য নতুন পাঞ্জাবি কিনতে এমন মার্কটেই ভিড় বেশি হয় যেখানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় পছন্দমতো জিনিস। এমনই একটি বাজার গড়ে উঠেছে বায়তুল মোকাররম মার্কেট সংলগ্ন রাস্তা ও ফুটপাতজুড়ে। আলোকচিত্রে দেখে নিন কী কী পাওয়া যাচ্ছে এ বাজারে। ছবিগুলো তুলেছেন অধরা মাধুরী।

৩০০ থেকে ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙের সুতি ফতুয়া। তবে দরদাম করে কিছু কমেও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফতুয়াটি।

মসজিদের সীমানা ঘিরে ঈদের পাঞ্জাবির বিকিকিনি
বিভিন্ন সাইজের ফরমাল পোশাক ও স্যুটও আছে এই ফুটপাতে। বিক্রি হচ্ছে ৫০০ থেকে দুই হাজারে।মসজিদ সংলগ্ন এলাকা হওয়ায় বেশিরভাগ পুরুষদের পোশাকেই বাজার ছেয়ে আছে। তবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের আশেপাশে দুই একটি মেয়ে শিশু ও নারীদের পোশাকের দোকান দেখা যায়।