গাজায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ গাজায় প্রাণঘাতী হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। সোমবার (১৭ মার্চ) ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে এমনটাই জানালেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন। ক্যারোলিন লেভিট বলেছেন, সোমবার রাতে গাজায় হামলা সম্পর্কে ইসরায়েলকে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউজ। গাজায় ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এই হামলাটি ছিল ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ বিমান হামলাগুলোর একটি। একজন সিনিয়র হামাস কর্মকর্তা বলেছেন, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। হোয়াইট হাউজের মুখপাত্র আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন ‘হামাস, হুথি, ইরান এবং যারা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের জন্যও হুমকিস্বরূপ, তাদের মূল্য দিতে হবে। তাদের ওপর সর্বনাশ নেমে আসবে।’ ট্রাম্প এর আগে প্রকাশ্যে একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, হামাসকে অবশ্যই গাজায় সব জিম্মিকে মুক্তি দিতে হবে, নতুবা নরক ভোগ করতে হবে। SHARES আন্তর্জাতিক বিষয়: ট্রাম্পপ্রশাসন