গাজায় হামলা শুরুর পর ইসরায়েলি মন্ত্রিসভায় ফিরছেন বেন-গাভির

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি-ধর্মভিত্তিক মন্ত্রিসভায় আবার যোগ দিচ্ছেন ইতামার বেন-গাভির। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল বিমান হামলা শুরু করার পর এই ঘোষণা দিলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনে আগ্রাসী পরিকল্পনাকারীদের একজন হচ্ছেন বেন-গাভির। প্রথম থেকেই যুদ্ধবিরতি নিয়ে আপত্তি ছিল তার, হামাসকে নিশ্চিহ্ন না করে তিনি কোনও কিছুই মেনে নিতে রাজি ছিলেন না। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়ালেও হামলা জোরদার করতে চাপ দিয়ে যাচ্ছিলেন তিনি।

যুদ্ধবিরতি চুক্তিতে মতের অমিল হওয়ায় গত জানুয়ারিতে দায়িত্ব ছাড়েন বেন-গাভির। জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে তখন দায়িত্ব পালন করছিলেন তিনি। তার পদত্যাগে পার্লামেন্টে নেতানিয়াহু সরকার কিছুটা দুর্বল অবস্থানে চলে যায়। তবে বেন-গাভির যোগদান করলে সরকার আগের শক্তিতে ফিরে যেতে পারছে।

৪৮ বছর বয়সী বেন-গভির বরাবরই কট্টর ডানপন্থি হিসেবে পরিচিত। এর আগেই তিনি নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি জোটের অংশ হয়েছিলেন। তিনি জাতীয়তাবাদী ও ধর্মীয় রাজনৈতিক দল জিউইশ পাওয়ার পার্টির নেতা।

মন্ত্রিসভায় থাকাকালীন গাজা যুদ্ধের কৌশল নিয়ে নেতানিয়াহু ও সেনাবাহিনীকে বারবার তীব্র বাক্যবাণে বিদ্ধ করেছেন বেন-গাভির। হামাসকে নিশ্চিহ্ন করা ব্যতিরেকে কোনও চুক্তির তীব্র বিরোধী ছিলেন তিনি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলে সরকারের পতন ঘটানোর হুমকিও দিয়েছিলেন তিনি। তবে, শেষমেশ সরকারের পতন না ঘটিয়ে নিজেই পদত্যাগ করেন।

বেন-গাভিরের কট্টর আদর্শে আরেক সঙ্গী ছিলেন অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ। তারা উভয়েই গাজা পুরোপুরি দখলের দাবি করেছিলেন। এছাড়া, ২০০৫ সালে ত্যাগ করা ইসরায়েলি পরিকল্পনা অনুযায়ী সেখান ইহুদি বসতি গড়ে তোলার দাবিও করেছেন তারা।