ইসরায়েলের কাছে মানবতার কোনও মূল্য নেই : প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এক রাতেই নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। নারকীয় এই তাণ্ডবকে ঘিরে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি এই হত্যাকাণ্ডকে “ঠাণ্ডা মাথায় খুন” বলে উল্লেখ করে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, তাদের কর্মকাণ্ড দেখায় যে— তাদের (ইসরায়েল) কাছে মানবতার কোনও মূল্য নেই।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা গান্ধী।

বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েলি সরকারের ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের “ঠান্ডা মাথায়” হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনও মূল্য নেই। তিনি জোর দিয়ে বলেছেন, তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে “কাপুরুষ” হিসেবে প্রকাশ করে।

মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেদিন এই হামলা চালায় ইসরায়েল।

গণমাধ্যমের খবর অনুযায়ী, হামাস যুদ্ধবিরতি চুক্তি পরিবর্তনের জন্য ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার নির্দেশ দেন, যার ফলে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।