বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেছেন ভারতের ফার্নান্দেস প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫ যতই ম্যাচের দিনক্ষণ এগিয়ে আসছে, আলোচনা ততই বাড়ছে। আগামী মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে ভারত শিবিরে দুঃসংবাদ। ছিটকে গেছেন ব্রেন্ডন ফার্নান্দেস। মলদ্বীপ ম্যাচে চোট পেয়েছেন তিনি। তার জায়গায় উদান্তা সিংহকে দলে নেওয়া হয়েছে। যদিও ভারতীয় দলে একাধিক ফুটবলার চোট পেয়েছেন। মলদ্বীপ ম্যাচের আগেই ছিটকে যান মনবীর সিংহ এবং লালিয়ানজুয়ালা ছাংতে। মলদ্বীপের বিপক্ষে প্রথমার্ধে চোট পান ব্রেন্ডনও। ম্যাচের পর মার্কেজ জানান, তিনি বাংলাদেশ ম্যাচে খেলতে পারবেন না। তার মতো উইঙ্গার ছিটকে যাওয়ায় দুর্বল হয়েছে দল। অন্য এক উইঙ্গার উদান্তাকে তাই নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মেঘালয়ের শিলংয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন জামাল ভূইয়াঁ-হামজা চৌধুরীরা। সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশে রওনা হয়েছে। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌঁছায় বাংলাদেশ। আনুমানিক বিকাল পাঁচটার সময় টিম হোটেলে যান হামজা-রাকিব হোসেনরা। SHARES ফুটবল বিষয়: ফ্লাইটেবাংলাদেশযোগ্যতা