কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ গাজীপুরের টঙ্গী কালিগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী ব্রিজ এলাকায় মালবোঝাই কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের বাসিন্দা ও অটোরিকশার চালক হানিফ মিয়া (৩৫) ও গাজীপুর মহানগরের ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাব্বির আলম (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা পুবাইল মিরের বাজার থেকে যাত্রী নিয়ে টঙ্গির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে রিকশাটি নিমতলী ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুই যাত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে টঙ্গী নিমতলী ব্রিজ এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মাল বোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জনের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। SHARES দুর্ঘটনা বিষয়: অটোরিকশাওয়ার্ডের