দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা পয়সা বা ৯ দশমিক ২৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ১২ শতাংশ। আর ৫ দশমিক ২৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শাইনপুকুর সিরামিক্স।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ, ইউসিবি, গ্লোন্ডেল হার্ভেস্ট, ক্রাউন সিমেন্ট, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং নর্দার্ণ ইন্স্যুরেন্স।