ইরফান-সাব্বিরের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের দারুণ জয়

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

ঢাকা লিগে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বেশ কিছু ম্যাচে তারা তিনশ ছাড়িয়ে রান করেছে। সোমবারও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলেছে ৩২১ রানের ইনিংস, এদিন ইরফান শুক্কুর ও সাব্বির হোসেন জোড়া সেঞ্চুরি করেছেন। কঠিন লক্ষ্যে খেলতে নেমে লড়াই করলেও ৪৭.৩ ওভারে ২৮৭ রানে অলআউট হয় ইমরুল কায়েসের দল।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংককে ৩২২ রানের লক্ষ্য দেয় প্রাইম ব্যাংক। ৩২ রানে ওপেনার প্রীতম কুমারের আউটের পর দ্বিতীয় উইকেটে ১৭১ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। ৩৫তম ওভারে সাদমান ৬৮ রানে আউট হতেই জুটি ভাঙে তাদের। এই জুটির পরই চাপে পড়ে যায় অগ্রণী ব্যাংক। ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ইমরুলও। তার আগে অবশ্য সেঞ্চুরি পেয়ে গেছেন এই ব্যাটার। ১১৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৬ রান করে আউট হন তিনি। মিডল অর্ডার ব্যাটাররা রান করতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ২৮৭ রানে থামে অগ্রণী ব্যাংকের ইনিংস।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে আরাফাত হোসেন, আরাফাত সানী প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। হাসান মাহমুদ দুটি এবং শফিকুল ইসলাম নেন একটি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাব্বির হোসেন ও নাঈম শেখ মিলে ৫৮ রানের ওপেনিং জুটি গড়েন। রান আউটে নাঈম ৩২ রানে ফিরলেও জাকির হাসানের সাথে ৭২ রানের জুটি গড়েন সাব্বির। জাকিরও খুব বেশি রান করতে পারেননি, আউট হন ২৬ রানে। তৃতীয় উইকেটে অবশ্য বড় সংগ্রহের ভিত পেয়ে যায় প্রাইম ব্যাংক। সাব্বির ও ইরফান মিলে ৭৭ রানের জুটি গড়েন। দারুণ সেঞ্চুরি করে সাব্বির রান আউটে কাটা পড়েন। ১২১ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০২ রানে থামে তার ইনিংস।

এরপর ইরফান ও শাহাদাত হোসেনের অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটিতে ৩২১ রানের সংগ্রহ পেয়ে যায় প্রাইম ব্যাংক। ইরফান ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৭ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ৩৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন শাহাদাত।

প্রাইম ব্যাংকের তিন উইকেটের মধ্যে একটি উইকেট নিতে পারেন অগ্রণী ব্যাংকের বোলাররা। সেই একটি উইকেট নেন নাঈম হাসান।