ইসরায়েলি বিমানবন্দরে পঞ্চমবারের মতো মিসাইল হামলা

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। গত কয়েক দিনের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি ছিল পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা।

ইয়েমেনি হুথি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তারা মধ্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, বিমানবন্দরে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যা গত কয়েক দিনের মধ্যে পঞ্চম আক্রমণ। পাশাপাশি তাদের বাহিনী লোহিত সাগরে শত্রু মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হুথিদের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তবে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

তবে স্থানীয় গণমাধ্যম বলছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়। ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার খবর পাওয়া গেছে। এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।