এবার ‘জাকাতের কাপড়’ বিক্রিতে ভাটা

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

সম্পদের শুদ্ধতা আনতে ধর্মপ্রাণ মুসলমানরা জাকাত দিয়ে থাকেন। বছরের যেকোনো সময় এই জাকাত দেওয়া গেলেও অতিরিক্ত সওয়াবের আশায় বড় একটি অংশই বেছে নেন পবিত্র রমজান মাসকে। সম্পদের জাকাত হিসেবে গরিবদের মাঝে বিতরণ করা হয় নগদ অর্থের পাশাপাশি পরিধেয় বস্ত্র। ফলে প্রতিবছর রমজান এলেই বেড়ে যায় জাকাতের কাপড় হিসেবে নিম্ন মানের ও কম দামের কাপড়ের বিক্রি। তবে এবার সেই ‘জাকাতের কাপড়’ বিক্রিতে ভাটা দেখা দিয়েছে।

২৫ রমজান চলে এলেও জাকাতের কাপড় খুব একটা বিক্রি হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মানুষ এখন জাকাত হিসেবে কাপড়ের থেকে নগদ অর্থ বেশি দিচ্ছে। ফলে জাকাতের কাপড় বিক্রি কমে গেছে। এ কারণে অনেক প্রতিষ্ঠান জাকাতের কাপড়ের মজুতও কমিয়ে দিয়েছে।

রাজধানীতে জাকাতের কাপড় হিসেবে পোশাক যে কয়টি মার্কেটে পাইকারি বিক্রি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য একটি গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে অবস্থিত পীর ইয়ামেনী মার্কেট। এই মার্কেটটির নিচতলায় শতাধিক প্রতিষ্ঠান জাকাতের শাড়ি-লুঙ্গি পাইকারি ও খুচরা বিক্রি করেন। একসময় মার্কেটটির নিচতলার প্রায় প্রতিটি দোকানের সামনে প্ল্যাকার্ড লেখা থাকতো ‘এখানে জাকাতের শাড়ি, লুঙ্গি বিক্রি করা হয়’। কিন্তু এবার হাতে গোনা কয়েকটি দোকানের সামনে এই প্ল্যাকার্ড দেখা গেছে।

কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েক বছর ধরে জাকাতের কাপড় বিক্রি বেশ কমে গেছে। তাছাড়া এই প্ল্যাকার্ড থাকলে কিছু কিছু ক্রেতা দোকানে আসতে চান না। তারা মনে করে এখানে শুধু জাকাতের কাপড় বিক্রি হয়। কিন্তু জাকাতের কাপড় বিক্রির পাশাপাশি প্রতিটি দোকানেই সাধারণের ব্যবহারের পোশাকও বিক্রি হয়। এজন্য প্ল্যাকার্ড তুলে দেওয়া হয়েছে। দোকানে এসে যে কেউ নিজের ব্যবহারের জন্য এবং জাকাত দেওয়ার জন্য কাপড় কিনতে পারবেন।