ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্টজুড়ে প্রতিবাদে নামছে বিরোধীরা প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে প্রায় ১২০০টি প্রতিবাদ আয়োজনের পরিকল্পনা করেছেন তার বিরোধীরা। ক্ষমতা নেওয়ার পর থেকে ট্রাম্প-মাস্ক জুটির বিরুদ্ধে শনিবারের এসব বিক্ষোভ একক দিনে সবচেয়ে বড় প্রতিবাদ হতে যাচ্ছে বলে প্রত্যাশা সংগঠকদের। জানুয়ারিতের ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশের বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেন। শনিবারের এসব আয়োজনের অন্যতম সংগঠক গোষ্ঠী ইন্ডিভিসিবলের সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, “এটি একটি বিশাল বিক্ষোভ হতে যাচ্ছে। যা মাস্ক, ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানদের কাছ এবং তাদের এমএজিএ-র (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন) অন্ধ সমর্থকদের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠাবে যে আমাদের গণতন্ত্র, সমাজ, আমাদের স্কুল এবং আমাদের বন্ধুদের ও প্রতিবেশীদের ওপর তাদের হাত আমরা চাই না।” এ বিষয়ে রয়টার্স ট্রাম্প ও মাস্কের মন্তব্য চেয়ে অনুরোধ জানালেও হোয়াইট হাউজ তাৎক্ষণিভাবে সাড়া দেয়নি। SHARES আন্তর্জাতিক বিষয়: ট্রাম্পমাস্ক