১৫ বলে ফিফটি হাঁকিয়ে পারভেজ ইমনের রেকর্ড প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫ ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন আবাহনী লিমিটেডের পারভেজ হোসেন ইমন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলেই ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েছেন এই ওপেনার। আজ বিকেএসপিতে প্রথমে ব্যাট করা শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দেয় আবাহনী। জবাব দিতে নেমে মাত্র ৬ ওভার ৪ বলেই কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেন ইমনরা। ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই ইমনের ১৫ বলে ফিফটি বাংলাদেশের দ্রুততম। দেশের ‘লিস্ট এ’ ক্রিকেটে এতদিন এই রেকর্ডটি যৌথভাবে ছিল ফরহাদ রেজা ও হাবিবুর রহমান সোহানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেছিলেন ফরহাদ। আর ২০২৩ সালে ১৮ বলে ফিফটি করেছিলেন সোহান। ওইদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই তরুণ ওপেনার। বাংলাদেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন এই অলরাউন্ডার। রেকর্ড গড়ার ম্যাচে প্রথম ৪ বলে মাত্র ১ রান করেন ইমন। তবে দ্বিতীয় ওভারে অফ স্পিনার রহমতউল্লাহ আলির বলে তাণ্ডব চালান তিনি। ইমনের ইনিংসটি বড় হয়নি লক্ষ্য ছোট থাকায়। আরেক পাশে জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। শাইনপুকুরকে ৮৮ রানে অলআউট করার পথে আবাহনীর হয়ে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এছাড়া রকিবুল হাসান ও রিপন মন্ডল পান ২টি করে উইকেট। শাইনপুকুরের হয়ে একাই ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন। প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে অষ্টম জয়ে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর। SHARES ক্রিকেট বিষয়: ক্রিকেটরেকর্ডটিশাইনপুকুর