ছক্কার ৩ রেকর্ড মাথায় নিয়ে রাতে মাঠে নামবেন হেড প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫ সময়ের সেরা হার্ডহিটারদের একজন ট্রাভিস হেড। অজি এই ওপেনার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। দলটির হয়ে গত আসরে ৩২টি ছক্কা মেরেছিলেন তিনি। বড় শট খেলতে পছন্দ করা হেডের সামনে এবার ছক্কার বেশ কিছু রেকর্ড অপেক্ষা করছে। আইপিএলে এখন পর্যন্ত সবমিলিয়ে হেডের ছক্কা সংখ্যা ৪৬টি। যেখানে হায়দরাবাদের হয়েই মেরেছেন ৩৮টি ছক্কা। বাকি ৮টি ছক্কা এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে। আর ৪টি ছক্কা হাঁকাতে পারলেই এই ফ্র্যাঞ্চাইজি লিগে সবমিলিয়ে ছক্কার ফিফটি করবেন তিনি। সেই রেকর্ড হয়তো আজ রাতেই ছুঁয়ে ফেলতে পারেন এই অজি ব্যাটার। আইপিএলে ছক্কার ফিফটি ছোঁয়ার আগেই আরোও একটি রেকর্ড স্পর্শ করবেন হেড। ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে এই অজির ছক্কা সংখ্যা ৪৯। আইপিএলে ৪৬টি ছক্কা হাঁকিয়েছেন, আর বাকি ৩টি ছক্কা মেরেছেন জাতীয় দলের হয়ে। সবমিলিয়ে ভারতের মাটিতে আর একটি ছক্কা মারলেই ছক্কার ফিফটি পূর্ণ হবে তার। শুধু আইপিএল নয়, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও ছক্কার একটি মাইলফলকের সামনে হেড। স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ছক্কা সংখ্যা ১৯৪। আর মাত্র ৬টি ছক্কা মারতে পারলেই দুইশ ছক্কার মাইলফলক স্পর্শ করবেন এই অজি ওপেনার। হেড সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন বিগ ব্যাশ লিগে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ৬১টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩টি ছক্কা হাঁকিয়েছেন জাতীয় দলের হয়ে। আইপিএলে হায়দরাবাদের জার্সিতে ৩৮, আর বেঙ্গালুরুর হয়ে মেরেছেন ৮ ছক্কা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যঞ্চাইজি ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ১৮টি, ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের হয়ে ৮টি, উস্টারশায়ারের জার্সিতে ৫টি ও সাসেক্সের হয়ে মেরেছেন ৩টি ছক্কা। আজ রাতে আইপিএলে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। SHARES ক্রিকেট বিষয়: আইপিএলফিফটি