চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টিতে আম চাষিদের মনে স্বস্তি প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হওয়াতে আম চাষিদের মনে স্বস্তি দেখা দিয়েছে। বৃষ্টি হলে আমের গুটি ঝরা কমবে; বোঁটা শক্ত হয়। আর এক পশলা বৃষ্টিতে খুশি এ জেলার আম চাষিরা। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রোববাররাতে জেলার পাঁচটি উপজেলার মধ্যে সদর উপজেলায় পাঁচ মিলিমিটার ও শিবগঞ্জ উপজেলায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় কোনো বৃষ্টিপাত হয়নি। সদর উপজেলার মহারাজপুর এলাকার আম চাষি হাবিবুর রহমান বলেন, “একটু বৃষ্টি হওয়ায় পরিবেশ অনেকটা ঠান্ডা হয়েছে। এতে আমের খুব উপকার হবে।” শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির আম চাষি আব্দুল মতিন মাস্টার বলেন, “এ বছর বাগানে মুকুল এসেছিল ভালো; সে তুলনায় গুটি এসেছে কম। বৃষ্টি নেই তারপরও খরায় গুটি ঝরা কমাতে সেচ দিয়ে বাগান ভিজিয়ে রাখার চেষ্টা করছি। গোমস্তাপুর উপজেলার চৌডলা এলাকার আম চাষি পিন্টু মেম্বার বলেন, “গত বছরের অগাস্ট মাসের পরে আর বৃষ্টি হয়নি। দীর্ঘদিন বৃষ্টিপাত না থাকায় খরায় বাগান পরিচর্যায় আম চাষিদের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি না হলে শুধু সেচ দিয়ে বাগান ভিজানো কঠিন। বৃষ্টির জন্য আকাশের দিকে চেয়ে আছি।” চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. ইয়াছিন আলী বলেন, বলেন, “সোমবার সকাল পর্যন্ত জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ দুই মিলিমিটার। এই বৃষ্টিতে কোনো ফল-ফসলের ক্ষয়ক্ষতি হয়নি; বরং আমের জন্য উপকার হয়েছে।” “এর মাঝে এক পশলা বৃষ্টি হয়েছে। এতে আমের বোঁটা শক্ত হবে; গুটি ঝরার ঝুঁকি কমবে। আরোও বৃষ্টির দরকার।” ওই উপজেলার কানসাট চককীর্তি এলাকার আম চাষি এমদাদুল হক বলেন, “গতরাতের বৃষ্টি হয়েছে মৃত্যু শয্যাশায়ীর মুখে এক চামচ পানি দেওয়ার মত; খুবই সামান্য।” SHARES জাতীয় বিষয়: ছাত্র জমিয়ত বাংলাদেশজন্যবৃষ্টির