দুই অভিজ্ঞ ডিফেন্ডারকেও ধরে রাখতে চান স্লট প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫ অবশেষে স্বস্তিতে লিভারপুল। কেননা দীর্ঘ অপেক্ষা শেষে মোহামেদ সালাহর সঙ্গে চুক্তি নবায়ন করেছে দলটি। এতে বেজায় খুশি কোচ আর্না স্লটও। তবে এই বিষয়ে কাজ এখনও যে বাকি, মনে করিয়ে দিলেন তিনি। গুরুত্বপূর্ণ আরও দুই খেলোয়াড়ের সঙ্গেও ক্লাবের নতুন চুক্তি দেখতে চান এই ডাচ কোচ। দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে ঘিরে ক্রমেই বাড়তে থাকা অনিশ্চয়তার অবসান চান সমর্থকরা। কোচ স্লট অবশ্য বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টা খোলাসা করলেন তিন। স্লট বলেন, ‘নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করা কিংবা পুরোনো খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে, আমাদের একজন তারকা ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়াটা সবসময়ই ইতিবাচক ব্যাপার।’ তিনি আরও বলেন, “সাধারণত সবাই আমাকে নির্ভার দেখতে পায় এবং সেটা সম্ভব হয় খেলোয়াড় ও ক্লাবের (মালিকদের প্রতি) নেতৃত্বে আমার আস্থার কারণে। একারণেই আমি শান্ত থাকতে পারি। ক্লাবের জন্য যা ভালো, তারা তাই করবেন। খেলোয়াড়দের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবেন, অন্যথায় একটা সমাধান খুঁজে বের করবেন।’ SHARES ফুটবল বিষয়: অপেক্ষাকোচসমর্থকরা