যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি নাগরিক ৩০ দিনের বেশি সময় ধরে রয়েছেন তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। না হলে জরিমানা কিংবা জেল হতে পারে।গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল এক টুইটে দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি নাগরিক ৩০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন, ‘তাদের অবশ্যই কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিবন্ধন করতে হবে। নাহলে জরিমানা বা জেল হতে পারে। ’

ট্রাম্পকে ট্যাগ করা ওই টুইটে বলা হয়, ‘অবৈধ এলিয়েনদের প্রতি স্পষ্ট বার্তা, এখনই বের হয়ে যাও।’ ওই পোস্টে ট্রাম্পের দপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করা হয়েছিল।

জানা গেছে, নিজে থেকে না গেলে স্বরাষ্ট্র দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করবে। কিছু গোছানো যাবে না। চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত দিনপ্রতি ৯৯৮ ডলার জরিমানা দিতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ টাকা।

হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, চীন থেকে কারখানা যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার জন্য কোম্পানিগুলোকে আরও সময় দিতে এই ছাড় দেওয়া হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করেছেন যে- সেমিকন্ডাক্টর, চিপ, স্মার্টফোন ও ল্যাপটপের মত গুরুত্বপূর্ণ প্রযুক্তি তৈরিতে চীনের ওপর নির্ভর করতে পারে না আমেরিকা।

“প্রেসিডেন্টের নির্দেশে এই কোম্পানিগুলো যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন চালুর জন্য তাড়াহুড়ো করছে।”

ফ্লোরিডার বাড়িতে সাপ্তাহিক অবকাশ কাটাতে যাওয়া ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, চীনের ওপর উচ্চ শুল্ক আরোপে তিনি স্বস্তিবোধ করছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি মনে করি, এ থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসতে যাচ্ছে।”

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ অন পলিসি স্টিফেন মিলার বলেন, এসব ইলেকট্রনিক পণ্য এখনো ফেন্টানিল সংক্রান্ত ২০ শতাংশ শুল্ক আরোপের আওতায় রয়েছে।

অনেকে ধারণা করছে, আইফোনের দাম যুক্তরাষ্ট্রে তিনগুণ বাড়তে পারে- যদি খরচ ভোক্তাদের ওপর চাপানো হয়।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, আইফোনের প্রধান বাজার যুক্তরাষ্ট্র, সেখানে গত বছর অ্যাপলের অর্ধেকের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রে বিক্রি করা অ্যাপলের ৮০ শতাংশ আইফোন চীনে তৈরি, বাকি ২০ শতাংশ তৈরি ভারতে।

সহযোগী স্মার্টফোন জায়ান্ট স্যামসাংয়ের মত অ্যাপল চীনের উপর অতিরিক্ত নির্ভরতা এড়াতে সাম্প্রতিক বছরগুলোতে সরবরাহ চেইনে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। নতুন উৎপাদন কেন্দ্র হিসেবে এগিয়ে রয়েছে ভারত ও ভিয়েতনাম।

বিবিসি লিখেছে, নতুন শুল্ক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপল ভারতে ডিভাইস উৎপাদনের গতি ও পরিমাণ বৃদ্ধি করতে চেয়েছিল।

চলতি সপ্তাহেই বিশ্বের বিভিন্ন দেশের ওপর চড়া শুল্ক আরোপের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। কিন্তু বুধবার তিনি ঘোষণা দেন, চীন ছাড়া বাকি দেশগুলোর ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকবে।

ট্রাম্প বলেন, মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশের পাল্টা শুল্ক আরোপ করতে চীন প্রস্তুত বলেই এই শুল্ক বাড়ানো হয়েছে। আর যেসব দেশ মার্কিন শুল্কের বিরুদ্ধে প্রতিশোধমূলক পাল্টা শুল্ক দেয়নি, তারা জুলাই পর্যন্ত ছাড় পাবে; তারা কেবল ১০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে।

হোয়াইট হাউস পরে বলেছিল, অন্যান্য দেশ থেকে আরও অনুকূল বাণিজ্য সুবিধা বের করে আনতে একটি কৌশল হল এই পদক্ষেপ।

ট্রাম্প বলেছেন, তার আমদানি শুল্ক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ‘অন্যায্যতা’ দূর করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে কারখানা ও কর্মসংস্থান বৃদ্ধি করবে।