সোয়াসি সিটির মালিকানায় মদরিচ? প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫ এখনও দিব্যি মাঠ কাঁপিয়ে যাচ্ছেন লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদ লিজেন্ড খেলার মাঝে থাকতেই এবার দল কিনেছেন ইংলিশ লিগে! ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলা সোয়ানসি সিটির মালিকানা কিনেছেন তিনি। পুরোপুরি যদিও নয়, কিনেছেন আংশিক। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এবং গোল ডট কম-এর বরাতে জানা গেছে, ক্রোয়াট মিডফিল্ডার ওয়েলশ ক্লাবটির কিছু অংশের মালিক হয়েছেন এবং দলের পরিচালনা পর্ষদেও যোগ দেবেন। তবে তিনি ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন এবং তার মালিকানার শতাংশ কতটুকু, তা এখনো প্রকাশ করা হয়নি।৩৯ বছর বয়সী এই ব্যালন ডি’অরজয়ী এখনো রিয়াল মাদ্রিদের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য। তার বর্তমান চুক্তিটি এই বছর শেষ হয়ে যাবে, তবে জানা গেছে তিনি চুক্তি নবায়নে আগ্রহী। অন্যদিকে, সোয়ানসি ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার পর থেকে আবার ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমানে তারা চ্যাম্পিয়নশিপে ১২তম স্থানে রয়েছে এবং মৌসুমের চারটি ম্যাচ বাকি থাকতে প্লে-অফ থেকে আট পয়েন্ট পিছিয়ে আছে। এই মৌসুমে ক্লাবটির প্রমোশন পাওয়ার সম্ভাবনা কম হলেও মদ্রিচের মতো অভিজ্ঞ কাউকে নীতি নির্ধারণী ভূমিকায় যুক্ত করা হলে ভবিষ্যতে প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে। SHARES ফুটবল বিষয়: ইংলিশদলপুরোপুরি