বিশ্বকাপেও কি হাইব্রিড মডেল? প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫ ভারতে আগামী ২৯ সেপ্টেম্বর আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। তবে টুর্নামেন্টের এবারের আসরটি হতে পারে হাইব্রিড মডেলের। যেমনটি কয়েক মাস আগে হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই প্রতিযোগিতায় পাকিস্তানে যাননি কোহলি-রোহিতরা। ওই সময়েই সিদ্ধান্ত হয় যে, পাকিস্তানের মেয়েরাও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। গত পরশু নারী বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে পাকিস্তান। তাতে করে নারী বিশ্বকাপেও হাইব্রিড মডেলের সুর শুরু হয়েছে। সে ক্ষেত্রে কোথায় খেলবে পাকিস্তান? তাদের নিরপেক্ষ ভেন্যু যেখানেই হোক ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকবে বিসিসিআই। সূত্রের খবর, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলংকা কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। বাছাইপর্বের চারটি ম্যাচেই জিতেছে তারা। যদিও প্রশ্ন উঠছে, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও পাকিস্তান কি ভারতে আসতে পারবে? কয়েক মাস আগের সিদ্ধান্ত অনুসারে ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত। প্রাথমিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই শর্ত মানতে চায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু পরে ২০৩১ নয়, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানের এই দাবি মানতে রাজি হয় বিসিসিআই। তাই মনে করা হচ্ছে, ভারতে আয়োজিত নারী বিশ্বকাপ হবে হাইব্রিড মডেলেই। SHARES ক্রিকেট বিষয়: আসরটিমডেলেরহাইব্রিড