‘আমাকে দেখে নেওয়ার হুমকি দেন’, দেবব্রত পালের বিস্ফোরক মন্তব্য প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫ বাংলাদেশ ক্রিকেটে চলছে একের পর এক বিতর্ক। তাওহীদ হৃদয় ইস্যু শেষ না হতেই এবার জানা গেল ম্যাচ রেফারিদের মধ্যে গভীর দ্বন্দ্বের খবর। গেল ১৯ এপ্রিল ম্যাচ রেফারিদের সমন্বয় সভায় দেবব্রত পালের সঙ্গে নিয়ামুর রশিদ রাহুলের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসে। সেই সভায় ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছেন দেবব্রত। এমনকি সেই মিটিংয়ের অডিও প্রকাশেরও দাবি তুলেছেন দেবব্রত। আজ বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেবব্রত বলেন, ‘আম্পায়ার্স কমিটির প্রধান সেদিন বলেছিলেন এই সভার অডিও রাখা হোক। অডিও রেকর্ডেই যাবতীয় প্রমাণ আছে। আমি সেটি প্রকাশের দাবি জানাচ্ছি। তা প্রকাশ করা হলেই জানা যাবে আসলে কে সেদিন গালিগালাজ করেছিল।’ দেবব্রত মনে করেন ন্যায্য কথা বলাতেই তার ওপর চড়াও হন রাহুল, ‘যদি কোনো প্লেয়ার অপরাধী হয় অবশ্যই সে শাস্তি পাবে। একেবারে ক্লিয়ার। যখন আমি প্রটোকল মেনে চলার কথা বলি তখন আন্তর্জাতিক ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল বলে ‘আপনি আঙুল উঁচিয়ে কথা বলছেন কেন?’ অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেন। উনি আমার বাবা-মাসহ কথা বলেছে যা অডিও রেকর্ডে আছে।দেবব্রত আরও বলেন, ‘আমি এটা শোনার পর উত্তেজিত হয়ে রুম থেকে বেরিয়ে যাই। তখন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাকে ধরে নিয়ে যায় আমি চলে যাই। আমি আর কিছুই জানি না। পরবর্তীতে আমি চিন্তা করেছি এই ব্যাপারে আমার একটি লিখিত দেয়া প্রয়োজন। আমি একটু সময় নিয়েছি। আমি দেখতে চেয়েছি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তিনি এই ব্যাপারে কী করেন। উনি গত তিনদিনে কিছুই করেননি। আজ সকালে আমি বোর্ড প্রেসিডেন্ড বরাবর চিঠি দিয়েছি সব কিছু উল্লেখ্য করে।’ SHARES ক্রিকেট বিষয়: আম্পায়ার্সরাহুলের