ভ্যাঙ্কুভারে রাস্তার উৎসবে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

পশ্চিম কানাডার ভ্যাঙ্কুভারে একটি ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে একজন গাড়ীচালক ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে পুলিশ জানিয়েছে, রাত ৮টার কিছু পরে শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক্সে পোস্ট করেছেন, লাপু লাপু দিবস উদযাপনের জন্য ফিলিপিনো সম্প্রদায়ের সদস্যরা যখন জড়ো হয়েছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। এই উৎসবটি ষোড়শ শতাব্দীর একজন ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতার স্মরণে পালিত হয়।

তিনি আরও বলেন, ‘আজকের লাপু লাপু দিবসের অনুষ্ঠানে এই ভয়াবহ ঘটনায় আমি হতবাক এবং গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’