রেকর্ডের রাজপুত্র কোহলি: এক ম্যাচেই ৬ কীর্তি প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ আইপিএলে বিরাট কোহলিকে যেন থামানোই যাচ্ছে না। প্রতিটি ম্যাচে রেকর্ড যেন অপেক্ষায় থাকে তার ব্যাটের জাদুতে সুনামি হয়ে মাঠে নামার জন্য। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবারের ম্যাচে কোহলি করলেন একটি ঝলমলে অর্ধশতক। তবে রান নয়, এই ম্যাচে মূল আলোচনার কেন্দ্রে ছিল কোহলির তৈরি ছয় ছয়টি নতুন মাইলফলক। এক দলের হয়ে ছক্কার তিন সেঞ্চুরি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির ছয়ের সংখ্যা এখন ১৫৪। পেছনে ফেলে দিয়েছেন ক্রিস গেলকে, যিনি একই মাঠে হাঁকিয়েছিলেন ১৫১টি ছক্কা। একই তালিকায় আছেন মিরপুরের ১৩৮ ছক্কা (গেল), নটিংহ্যামের ১৩৫ (হেলস), আর ওয়াংখেড়েতে রোহিতের ১২২ ছক্কা। সর্বোচ্চ অর্ধশতরান এই ম্যাচে কোহলির দশম ফিফটি আসে চেন্নাইয়ের বিপক্ষে, যা আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল শিখর ধাওয়ানের (৯)। ওয়ার্নার ও রোহিতেরও রয়েছে ৯টি করে ফিফটি চেন্নাইয়ের বিপক্ষে। এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রান চেন্নাইয়ের বিপক্ষে কোহলির মোট রান দাঁড়িয়েছে ১১৪৬। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নারকে (১১৩৪, পাঞ্জাবের বিপক্ষে)। কোহলির নাম আছে দিল্লি (১১৩০) ও পাঞ্জাব (১১০৪) বিপক্ষেও হাজার রানের ক্লাবে। ৫০০+ রান এই নিয়ে আইপিএলে কোহলি অষ্টমবারের মতো এক মরসুমে করলেন ৫০০ রানের বেশি। সবচেয়ে বেশি এই নজির এখন তাঁরই। ওয়ার্নার করেছেন ৭ বার, রাহুল ৬ বার। কমলা টুপি চেন্নাই ম্যাচ শেষে কমলা টুপি উঠে এসেছে কোহলির মাথায়। ৫০৫ রানে টপকে গেছেন সাই সুদর্শনকে (৫০৪)। SHARES ক্রিকেট বিষয়: আইপিএলেবিরাট