বুমরাহকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় বোর্ড প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ৫, ২০২৫ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবিআই) দলের অন্যতম সেরা ক্রিকেটার জসপ্রিত বুমরাহকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। কেননা দলটির আসছে ইংল্যান্ড সফরে নতুন সহ-অধিনায়ক পাবেন রোহিত শর্মা। বুমরাহই গত অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ-অধিনায়ক ছিলেন। সেই পাঁচটি টেস্টের মধ্যে দু’টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। এমনকি সিরিজে ভারত যে একমাত্র টেস্ট জিতেছিল সেটি বুমরাহর অধিনায়কত্বে। কিন্তু তাকে এবার দায়িত্ব থেকে সরিয়ে দিতে চলেছে বিসিসিআই। ইংলিশদের বিপক্ষে তাকে সহ-অধিনায়কও রাখা হচ্ছে না। মূলত বুমরাহর ফিটনেসের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অস্ট্রেলিয়া সফরে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছিল তাকে। ফলে সিরিজের শেষ টেস্টে পিঠে চোট পান তিনি। সেই টেস্টে প্রথম দিনের পর আর খেলতে পারেননি। তার পর প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছে বুমরাহকে। তাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হয়েছে ভারতকে। আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। এদিকে চোট সারিয়ে আবার মাঠে ফিরেছেন বুমরাহ। ধীরে ধীরে ফর্মে ফিরছেন। আইপিএলের পর জুন মাসে ইংল্যান্ড সিরিজ রয়েছে ভারতের। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে এটি ভারতের প্রথম সিরিজ। বুমরাহকে সব টেস্টে খেলানো যাবে না বলে নির্বাচক ও বোর্ডকর্তাদের জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। বেছে বেছে খেলাতে হবে। সেই কারণেই বুমরাহর উপর থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্বও সরিয়ে দিতে চাইছে বোর্ড। SHARES ক্রিকেট বিষয়: জসপ্রিতবুমরাহ