রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

রাজধানীর রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন (৩২)।

রবিবার (১১ মে) ভোর ৪টার দিকে কুঞ্জবন মনোয়ারা মসজিদে পাশে নির্মাণাধীন ১০তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই সুব্রত পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।কবির হোসেনের বড় ভাই আবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে সে গ্যারেজে গাড়ি বন্ধ করবে— এসময় তার বন্ধুরা তাকে ফোন দেয়। পরে সে একটি নির্মাণাধীন ভবনে যায়। সেখানে লিফটের ফাঁকা জায়গা থেকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তার বন্ধু পলাশ। সকাল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তার ভাই মাঝেমধ্যে নেশা করতো। কবিরের বন্ধুরা ফোন দিয়ে জানায়— ভবন থেকে পড়ে গেছে সে।

এসআই সুব্রত পাল বলেন, ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাই। তার শরীরে মাথার পেছনে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। ভবন থেকে পড়ে মৃত্যু না অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে— তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাদারীপুর জেলা কালকিনি উপজেলার আন্ডার চর গ্রামের আলমগীর শিকদারের ছেলে কবির। বর্তমানে রামপুরা মোল্লাবাড়ি এলাকায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।