গরমে অরুচি কমাবে ‘কাঁচা আম-ছোট মাছের তরকারি’ প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫ মৌসুমী ফল হিসেবে এই সময় কাঁচা আম খেতে পারেন। চিকিৎসকেরা প্রতিদিন মৌসুমী ফল খাওয়ার পরামর্শ দেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে তেমনি অরুচিও কমে। গরমে অনেকের অরুচি তৈরি হয়। অরুচি দূর করতে খেতে পারেন ‘কাঁচা আম-ছোট মাছের তরকারি’। মলা মাছ বা অন্য কোনো ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন এই পদ। মলা মাছ: আড়াইশ গ্রাম হলুদের গুঁড়া: আধা চা চামচ ধনিয়ার গুঁড়া: ১ চা চামচ তেল: পরিমাণ মতো লবণ: স্বাদ মতো কাঁচা মরিচ কুচি: পরিমাণ মতো পেঁয়াজ কুচি: দুইটি প্রথম ধাপ: মাছ ভালোভাবে ধুয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ, কাঁচা মরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হাতে মেখে নিন। এরপর হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিন। দ্বিতীয় ধাপ: প্যান ঢেকে চুলায় বসিয়ে দিন। পানি ফুটে উঠলে ফালি করে রাখা কাঁচা আম দিয়ে অল্প নেড়ে চেড়ে দিন। তৃতীয় ধাপ: আম সেদ্ধ হয়ে গেলে ও মাখো মাখো হয়ে গেলে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। SHARES লাইফস্টাইল বিষয়: কাঁচাপ্রতিরোধরোগ