ধারের জিনিস চুরি হলে যা করবেন প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ নিজের কাছে প্রয়োজনীয় কিছু না থাকলে তাৎক্ষণিক ধার নেওয়ার প্রচলন আছে আমাদের সমাজে। প্রয়োজনের সময় কাউকে ধার দেওয়া মানবিকতার অংশ। ধার নেওয়ার পর গ্রহীতার প্রধান দায়িত্ব হলো প্রয়োজন শেষে দাতাকে সেই জিনিসটি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এতে দাতা অন্যকে সাহায্য করতে উৎসাহ পাবেন। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অথবা যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ। (আবু দাউদ, হাদিস : ৪৮১১) তাই প্রয়োজনের সময় সাহায্যকারীর প্রতি কৃতজ্ঞ থাকা জরুরি। কখনো কারো কাছ থেকে কোনো জিনিস ধার নেওয়ার পর যদি বস্তুটি হারিয়ে যায়, তাহলে গ্রহীতার কর্তব্য হলো— ক্ষতিপূরণ হিসেবে দাতাকে এমন একটি জিনিস কিনে দেওয়া। এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী বিধান হলো—ধার নেওয়া বস্তু যদি গ্রহীতার অবহেলার কারণে চুরি হয়, হারিয়ে যায় বা নষ্ট হয়, তাহলে তার পূর্ণ জরিমানা দিতে হবে মালিককে। কিন্তু ধারগ্রহীতা যদি দাতাকে তা ফিরিয়ে না দেয়, তাহলে তিনি অন্যের হক বিনষ্টকারী ও জালেম হিসেবে গণ্য হবেন। (ফতোয়ায়ে ফকীহুল মিল্লাত, ১২/৬০) SHARES ধর্ম বিষয়: জিনিসটিপ্রয়োজনের