উত্তর প্রদেশ থেকে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

ভারতের উত্তর প্রদেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৯০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের খাজপুর গ্রামের একটি ইটের ভাটা থেকে আটক করা হয়। এখন তারা পুলিশি হেফাজতে আছেন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ, ২৭ নারী ও ২৮ জন শিশু আছেন।

জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

তবে ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে এখনো কিছু জানানো হয়নি।