পিএসএলে সাকিবের লাহোরে খেলার প্রস্তাব মিরাজের

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

পাকিস্তান সুপার লীগে খেলার প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের দল লাহোর লাহোর কালান্দার্স মিরাজকে পেতে আগ্রহ দেখিয়েছে। খেলতে রাজি হয়েছেন মিরাজও। এজন্য অনাপত্তি পত্র চেয়ে বিসিবির কাছে আবেদনও করেছেন।

সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে চেয়েছে লাহোর। গতকাল পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে প্লে-অফ খেলা। ১০ ম‌্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে প্লে অফে উঠেছে তারা। ২২ মে এলিমিনেটর ম‌্যাচ খেলবে লাহোর।