করোনার কারণে লক্ষ্মৌর বিপক্ষে ছিটকে গেছেন হেড প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ ফের করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ান এই ব্যাটার তৃতীয়বার কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। ফলে সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার আইপিএলে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে পারবেন না। হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি নিশ্চিত করেছেন যে কোভিড-১৯ সংক্রমণের কারণে হেডের ভারতে আগমণ বিলম্বিত হয়েছে এবং তিনি ম্যাচের দিন সকালে দলের সাথে যোগ দেবেন। যদিও এ মৌসুমে হেডের পারফরম্যান্স আগের বছরের তুলনায় খুবই খারাপ। ১১ ম্যাচে তিনি ২৮১ রান করেছেন, যেখানে ২০২৪ সালে তিনি ১৫ ম্যাচে ৫৬৭ রান করেছিলেন। হায়দরাবাদ ইতিমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। তবে হেডের অনুপস্থিতি দলের জন্য একটি বড় ধাক্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে হেডের করোনা সংক্রমণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মজা করে বলেছেন, ‘বিশ্ব যুদ্ধের দিকে এগোচ্ছে, আর ভাই এখনও মহামারিতে আটকে আছে।’ এদিকে হায়দরাবাদের পরবর্তী দুটি ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। হেড যদি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, তবে তিনি এই ম্যাচগুলিতে অংশ নিতে পারেন। SHARES ক্রিকেট বিষয়: অনুপস্থিতিশিকার