ফাইনালে জোড়া গোল, রোনালদো জুনিয়রের প্রথম আন্তর্জাতিক শিরোপা

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

প্রথম তিন ম্যাচে কিছু ঝলক দেখালেও গোলের দেখা মেলেনি। ছিল না কোনো গোলে সহায়তাও। সেরাটা যেন ফাইনালের জন্যই জমা রেখেছিল ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র। শিরোপা নির্ধারণী ম্যাচেই উপহার দিল সে দুটি গোল। পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলে স্বাদ পেল প্রথম আন্তর্জাতিক শিরোপার।

ক্রোয়েশিয়ায় ব্লাতকো মার্কোভিচ অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে রোববার স্বাগতিক দলকে ৩-২ গোলে হারায় পর্তুগাল।

সাবেক ফুটবলার, কোচ ও সংগঠক ব্লাতকো মার্কোভিচের স্মরণে ২০১৯ সাল থেকে প্রতি বছর টুর্নামেন্টটি আয়োহিত হচ্ছে। ফুটবল বিশ্বে কখনোই সেভাবে শিরোণামে আসে না অনূর্ধ্ব-১৫ এই আসরটি। কিন্তু এবার আসর শুরুর আগে থেকেই এই টুর্নামেন্ট নিয়ে ছিল আলোচনা। রোনালদোর ছেলে প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে খেলছে যে এই প্রতিযোগিতা দিয়েই!

জাপানের বিপক্ষে বদলি নেমে অভিষেক হয় রোনালদো জুনিয়রের। বাবার মতোই সাত নম্বর জার্সি গায়ে খেলেছে সে। অভিষেকের পর ছেলেকে নিয়ে গর্বের কথা সামাজিক মাধ্যমে জানান গর্বিত বাবা।

দেশের হয়ে রোনালদো জুনিয়রের প্রথম গোলটি আসে ফাইনালের ত্রয়োদশ মিনিটে। বক্সের ভেতর বেশ কঠিন কোণ থেকে বল জালে জড়ায় আল নাস্‌র একাডেমির ফরোয়ার্ড। গোলের পর ছুটে গিয়ে বাবার মতোই মেতে ওঠে Siuuu’ উদযাপনে।

প্রথমার্ধের শেষ দিকে কাছ থেকে হেড করে দ্বিতীয় গোলটি করে রোনালদোর ছেলে। পরে ম্যাচের ৫৪তম মিনিটে উঠিয়ে নেওয়া হয় তাকে।

গোল দুটির ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে পোস্ট করে পর্তুগালের ফুটবল ফেডারেশন ক্যাপশন দেয়, ‘পর্তুগালের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রের প্রথম Siuuu…।’

আগামী ১৭ জুন ১৫ বছর পূর্ণ হবে ঝাঁকড়া চুলের ছেলেটির।