পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪১৫ প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮৮৬ জন এবং অন্যান্য অভিযোগে ৫২৯ জনকে গ্রেফতার করা হয়। সোমবার (১৯ মে) দুপুরে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। পুলিশ সূত্র বলছে, সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলসহ চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বিভাগীয় শহর থেকে জেলা-উপজেলা পর্যায়ে একযোগে চৌকস টিম মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে পৃথক মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইনামুল হক সাগর। SHARES জাতীয় বিষয়: অভিযানআইনশৃঙ্খলাম্যাগাজিন