পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪১৫

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮৮৬ জন এবং অন্যান্য অভিযোগে ৫২৯ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ মে) দুপুরে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র বলছে, সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলসহ চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বিভাগীয় শহর থেকে জেলা-উপজেলা পর্যায়ে একযোগে চৌকস টিম মাঠে কাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে পৃথক মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইনামুল হক সাগর।