বাহরাইনে বাংলা নববর্ষ উদযাপন প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৫ বাংলাদেশ দূতাবাস, মানামা আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে। শুক্রবার (১৬ মে) বাংলা নববর্ষ উদযাপন করা হয়। বাংলাদেশ দূতাবাস, মানামা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশ দূতাবাসের হল রুম, আঙিনা, প্রবেশদ্বার বর্ণিল রং, রঙিন কাগজ, বেলুন, ফেস্টুন, পোস্টার, ফুল, নকশীকাঁথা, ইত্যাদি দিয়ে সাজানো হয়, যা দূতাবাসকে এক টুকরো বাংলাদেশে পরিণত করে। প্রবাসী বাংলাদেশিদের পরিহিত ঐতিহ্যবাহী রঙিন পোশাক, তাদের প্রাণের হিল্লোল, আবেগ, ভালবাসা ও হৈ-হুল্লোড়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। এ ছাড়া, অনুষ্ঠানে দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে পাঁচটি স্টল স্থাপন করা হয়। যেখানে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী দেশীয় পিঠা, পায়েস, চটপটিসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা বাংলাদেশের এক পুরানো ঐতিহ্য। বিদেশের মাটিতেও সেই ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে একত্রে পালন করার জন্য বাহরাইনে বসবাসরত প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশ দূতাবাস বাংলা বর্ষবরণের এই সুন্দর আয়োজন করে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, কৃষ্টি-কালচার ও ঐতিহ্যকে পরিচয় করার জন্য এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।রাষ্ট্রদূত আরও বলেন, যারা আজকের এই ‘বাংলা নববর্ষ’ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে বাহরাইনে বসবাস করে আসছেন। এ দেশের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক জীবনব্যবস্থা সর্ম্পকে অবগত আছেন। বাহরাইনের সমাজ ও সভ্যতাকে সম্মান করে এদেশের মানুষের সঙ্গে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে। পাশাপাশি বাহরাইনের আইন কানুনের প্রতিও সব প্রবাসীকে শ্রদ্ধাশীল হতে হবে। বিদেশের মাটিতে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। SHARES জাতীয় বিষয়: উদযাপননববর্ষ