৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৫ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটে। আর ২০১৮ সালে দেশটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জন নিহত ও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: এএফপি, রয়টার্স। SHARES আন্তর্জাতিক বিষয়: পাপুয়া নিউ গিনিতেসেপ্টেম্বরে