আজ বিক্রি হচ্ছে ৩ জুনের ট্রেনের টিকিট প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ জুন ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ২২ মে থেকে। আজ শনিবার (২৫ মে) অনলাইনে বিক্রি শুরু হয়েছে ঈদযাত্রার চতুর্থ দিন— অর্থাৎ ৩ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সংগ্রহ করা যাবে।রেলওয়ে জানিয়েছে, শতভাগ টিকিট এবার অনলাইনে বিক্রি হচ্ছে। ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি। প্রতিটি যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে আগাম কেনা এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেন টিকিট ধাপে ধাপে বিক্রি হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে এবং যাত্রীসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে আগাম টিকিট বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে। SHARES জাতীয় বিষয়: বাংলাদেশরেলওয়ে