ঝড়-বৃষ্টি-বজ্রপাত : ভারতে একদিনে নিহত ৪৫ প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে নিহত হয়েছেন ৪৫ জন। গত ২২ মে বৃহস্পতিবার দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা। উত্তরপ্রদেশ রাজ্যপ্রশাসনের ত্রাণ বিষয়ক কমিশনার ভানুচন্দ্র গোস্বামী জানিয়েছেন, রাজ্যের ১৮টি জেলা থেকে নিহতের সংবাদ পাওয়া গেছে। এই জেলাগুলো হলো কাশগঞ্জ (নিহত ৫), ফতেহপুর (নিহত ৫), মীরাট (নিহত ৪), আওরাইয়া (নিহত ৪), বুলন্দশহর (নিহত ৩), কানপুর নগরর্ (নিহত ৩), গৌতম বুদ্ধ নগর (নিহত ৩), কনৌজ (নিহত ৩), এতাহ (নিহত ৩), গাজিয়াবাদ (নিহত ২), এতাওয়াহ (নিহত ২), কানপুর দেহাত (নিহত ২), ফিরোজাবাদ (নিহত ১), আলীগড় (নিহত ১), হাথরাস (নিতহ ১), আমেথি (নিহত ১), চিত্রকূট (নিহত ১) এবং আম্বেদকারনগর (নিহত ১)। উত্তরপ্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তরা জানিয়েছেন, গত ২২ মে শক্তিশালী মৌসুমী ঝড় বয়ে গেছে উত্তর প্রদেশের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে। কর্মকর্তারা আরও জানান, নিহতদের একাংশ বজ্রপাতে, বাকিরা বাড়ির ছাদ ধসে মারা গেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া SHARES আন্তর্জাতিক বিষয়: উত্তরপ্রদেশেরাজ্য