প্লে-অফের আগে বড় সুখবর পেল বেঙ্গালুরু

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫

ভারত-পাকিস্তানের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দেশে ফেরা ও কাঁধের চোট মিলিয়ে নিজেদের সেরা বোলিং অস্ত্রকে হারানোর শঙ্কায় ছিল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একইসঙ্গে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করার পরও আসর থেকে বিদায় নেওয়া দলের কাছে হার তাদের কিছুটা ব্যাকফুটে ফেলে দেয়। এরমাঝে বড় সুখবরই পেল কোহলি-পাতিদারের বেঙ্গালুরু। প্লে-অফ খেলতে ভারতে পা রেখেছেন অস্ট্রেলিয়ান গতিতারকা জশ হ্যাজলউড।

চলতি আসরে তিনটি ম্যাচ মিস করেছেন, অথচ এখনও তিনিই বেঙ্গালুরুর সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে হ্যাজলউড সেরা উইকেটশিকারিদের মধ্যে চারে আছেন। ফলে তার অন্তভুক্তি নিশ্চিতভাবে বেঙ্গালুরুর জন্য বাড়তি শক্তি জোগাবে। দেশে ফিরে কাঁধের চোট পুনর্বাসন নিয়ে কাজ করেছেন হ্যাজলউড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্যও প্রস্তুতি শুরু করেছিলেন ব্রিসবেনে। আগামী ১১ জুন লর্ডসে টেস্টের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। তার বেশ আগেই অবশ্য শেষ হবে আইপিএল।