রাতে আবার শুরু হচ্ছে বাংলাদেশ ম্যাচের টিকেট বিক্রি প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে দর্শক-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। কারণ আগামী ১০ জুন এই ম্যাচেই একসাথে দেখা যাবে হামজা চৌধুরি-শমিত সোমদের। টিকেটের আকাশচুম্বী চাহিদার কথা মাথায় রেখে প্রথমবারের মতো অনলাইন টিকেটিংয়ের ব্যবস্থা করেছে বাফুফে। কিন্তু বিধিবাম! টিকেট বিক্রির দায়িত্ব পাওয়া প্লাটফর্মে সাইবার হামলার দুই দিনেও টিকেট কিনতে পারেননি দর্শক-সমর্থকরা। গতকাল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান টিকিফাই-এর ওয়েবসাইটেই প্রবেশ করা যাচ্ছিল না। আজ অবশ্য লগ অন করা যাচ্ছে সেই ওয়েবসাইটে, কিন্তু এখনও টিকেট কিনতে পারছেন না প্রত্যাশী সমর্থকেরা। গতকাল বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসও সদুত্তর দিতে পারেননি টিকেট বিক্রি নিয়ে। তবে আজ (সোমবার) বাফুফে সভাপতি জানালেন, রাত থেকেই চালু হবে টিকেট বিক্রি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) মিডিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের ভুল-ত্রুটি আর সীমাবদ্ধতা স্বীকার করে তাবিথ আউয়াল বলেন, ‘বাফুফে সব সময় ইনোভেটিভ কাজ করে থাকে। প্রথমবার ভুল-ত্রুটি হতে পারে৷ এটা স্বীকার করে নিয়েছি। দু’টি একটি আইপি অ্যাড্রেস থেকে সাইবার আক্রমণ হয়েছে৷ এজন্য সাইবার ডাউন ছিল। টিকিট সংগ্রহ পর্যায় থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত আমরা নজরদারি রাখবা ১০ জুন ম্যাচ এখনো অনেক সময় আছে। আমরা একটু সময় নিয়ে পুনরায় শুরু করছি। আশাবাদী আজ আবার রাত দশটা থেকে সাইট ও প্ল্যাটফর্ম অন হবে সীমিত পরিসর হলেও।’ এর আগে টিকেট কাটতে গিয়ে দর্শকদের এমন ভোগান্তির কারণ হিসেবে বাফুফে বলেছে, টিকিফাই ওয়েবসাইটে সাইবার হামলার কথা। শনিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে বাফুফে জানায়, ‘‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে।’ SHARES ফুটবল বিষয়: অনলাইনটিকেট